Dhuropad Shaile

বাংলার লোকসাহিত্যে যশোর জেলার গৌরবোজ্জ্বল অবদান রয়েছে। বাউল, জারি, গাজির গান, মানিক পীরের গান এ-মাটি থেকেই উৎসারিত। শিবের গীত, বালাকি, বারাসে গানসহ লঘুসংগীতের চারণভূমি যশোর। পদাবলি কীর্তনকে যারা সারা বাংলায় জনপ্রিয় করেছিলেন তাঁদের অন্যতম মধুসূদন কিন্নর যশোরের সন্তান।
যশোরের অগ্রজ শিল্পী ও কয়েকজন প্রতিশ্রুতিশীল নবীন শিল্পীকে নিয়ে আগামী ২৩ আগস্ট ২০১৪, শনিবার বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে এবারের উচ্চাঙ্গসংগীত সন্ধ্যা ‘ধ্রুপদশৈলী’।
অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ।

– বেঙ্গল ফাউন্ডেশন

অনুষ্ঠান

শনিবার ২৩ আগস্ট ২০১৪
সন্ধ্যা ৬.৩০টা

বেঙ্গল শিল্পালয়

বাড়ি ২৭৫/এফ, সড়ক ২৭
শেখ কামাল সরণি, ধানম আ/এ, ঢাকা ১২০৯

টেলিফোন : ৮১২৩১১৫, ৯১১৩১১৫

Enter your keyword