সুবীর চৌধুরীকে উৎসর্গ করে নড়াইলে আর্ট ক্যাম্প

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসবের অংশ হিসেবে বেঙ্গল শিল্পালয়ের পরিচালক প্রয়াত সুবীর চৌধুরীকে উৎসর্গ করে নড়াইলে একটি আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী আর্ট ক্যম্পে খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, রাজশাহী, ঢাকা ও ভারত থেকে আগত প্রায় ৩৬ জন নবীন ও প্রবীণ শিল্পী অংশগ্রহণ করবেন। ২৭ আগস্ট ২০১৪ বুধবার দুপুর ১২টায় এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ আর্ট ক্যাম্প উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন নড়াইলের জেলা প্রশাসক জনাব আ. গাফফ্ার খান। এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ আর্ট ক্যাম্প আয়োজিত হয়েছে। এ উদ্যোগে সার্বিক সহযোগিতায় আছে বেঙ্গল ফাউন্ডেশন।

বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালক ও ট্রাস্টি সুবীর চৌধুরী গত ৩০ জুন পরলোকগমন করেন। শিল্পজগতের একনিষ্ঠ কর্মী ও শিল্পীদের প্রতি নিবেদিতপ্রাণ সুবীর চৌধুরী ছিলেন এস এম সুলতানের অনুরাগী এবং তাঁর ঐকান্তিক চেষ্টায় নড়াইলে এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় স্থাপিত হয় ২০১১ সালে। নিজ জেলায় একটি আর্ট কলেজ প্রতিষ্ঠা, শিল্পী এস এম সুলতানের স্বপ্ন ছিল। সুবীর চৌধুরী তাঁর সুদীর্ঘ কর্মজীবনে শিল্পী সুলতানকে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠা করার জন্য নানাভাবে কাজ করে গেছেন। বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগিতায় এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠা এই কাজেরই ধারাবাহিকতায় বাস্তবায়িত হয়। বাংলাদেশের শিল্প-আন্দোলনে এবং এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় সুবীর চৌধুরীর অবদানকে স্মরণ করে, তাঁকে উৎসর্গ করা হয়েছে এই আর্ট ক্যাম্প।
এই আর্ট ক্যাম্পে প্রস্তুতকৃত শিল্পকর্মের একাংশ জেলা প্রশাসক মহাদয়ের দপ্তর ও সার্কিট হাউজের শোভাবর্ধনের জন্য এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয় ও এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়কে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

আর্ট ক্যাম্পের শিল্পীদের তালিকা সংযুক্ত করা হলো।
……………………………………………………………………………………………………
বার্তা সম্পাদক/চিফ রিপোর্টার

জনাব
উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি আপনাদের প্রচার মাধ্যমে যতেœর সঙ্গে প্রচার এবং উক্ত অনুষ্ঠানে আপনাদের প্রতিবেদক ও আলোকচিত্রী/ক্যামেরা ইউনিট প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানাই।

ধন্যবাদ জানিয়ে,

সারোয়ার জাহান চৌধুরী
ঊর্ধ্বতন ব্যবস্থাপক, আর্টস প্রোগ্রাম
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস

 

আর্টক্যাম্পে অংশগ্রহণকারীদের তালিকা
ক্রম নাম পদবি ঠিকানা
০১ ড. আমিরুল মোমেনীন চৌধুরী পরিচালক, চারুকলা ইনস্টিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা
০২ শিল্পী মো. নজরুল ইসলাম শিক্ষক, চারুকলা ইনস্টিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা
০৩ শিল্পী তরিকত ইসলাম শিক্ষক, চারুকলা ইনস্টিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা
০৪ শিল্পী চৈতন্য কুমার মল্লিক শিক্ষক, চারুকলা ইনস্টিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা
০৫ শিল্পী লাকী ওসমান শিক্ষক, চারুকলা ইনস্টিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা
০৬ শিল্পী সুবীর দাস ফ্রিল্যান্স আর্টিস্ট, খুলনা। খুলনা
০৭ শিল্পী প্রদ্যুৎ ভট্ট শিক্ষক, কলেজিয়েট স্কুল, খুলনা। খুলনা
০৯ শিল্পী সুকুমার বাগচী শিক্ষক, (চারুকলা), বাগেরহাট। বাগেরহাট
১০ শিল্পী সুব্রতা বালা ফ্রিল্যান্স আর্টিস্ট খুলনা। খুলনা
১১ শিল্পী জাহিদ মুস্তাফা চিফ ডিজাইনার, বাংলাদেশ টেলিভিশন। ঢাকা
১২ শিল্পী অশোক কর্মকার চিফ ডিজাইনার, প্রথম আলো। ঢাকা
১৩ শিল্পী ধীমান বিশ্বাস শিক্ষক, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়, ঢাকা। ঢাকা
১৪ শিল্পী ধর্ম দাস ফ্রিল্যান্স আর্টিস্ট, ঢাকা। ঢাকা
১৫ শিল্পী এ এস এম রাশিদুল আলম ফ্রিল্যান্স আর্টিস্ট, ঢাকা। ঢাকা
১৬ শিল্পী আলোপ্তগীন তুষার ডিরেক্টর, চারুকলা ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ঢাকা
১৭ শিল্পী গৌতম বিশ্বাস শিক্ষক, যশোর আর্ট কলেজ। যশোর
১৮ শিল্পী মাহবুব জামাল শামীম পরিচালক, যশোর চারুপীঠ। যশোর
১৯ শিল্পী খন্দকার বদরুল ইসলাম প্রাক্তন শিক্ষক, শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়, ঢাকা। যশোর
২০ শিল্পী মোজাই জীবন সফরী ফ্রিল্যান্স আর্টিস্ট, যশোর । যশোর
২১ শিল্পী সাদী তাইফ শিক্ষক, যশোর আর্ট কলেজ। যশোর
২২ শিল্পী পম্পা দাস শিক্ষক, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়। নড়াইল
২৩ শিল্পী বিষ্ণু পোদ্দার শিক্ষক, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়। নড়াইল
২৪ শিল্পী হীরা বিশ্বাস শিক্ষক, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়। নড়াইল
২৫ শিল্পী লিটন বিশ্বাস সহকারী কিউরেটর, সুলতান সংগ্রহশালা, নড়াইল। নড়াইল
২৬ শিল্পী অনির্বাণ মল্লিক শিক্ষক, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়। নড়াইল
২৭ শিল্পী সমীর বৈরাগী শিক্ষক, (চারুকলা) সরকারি উচ্চ বিদ্যালয়, নড়াইল। নড়াইল
২৮ শিল্পী রিপন শিকদার শিক্ষক, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়। নড়াইল
২৯ শিল্পী অনাদী বৈরাগী শিক্ষক, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়। নড়াইল
৩০ শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস শিক্ষক, চারুকলা ইনস্টিটিউট, খুলনা বিশ্ববিদ্যালয়। নড়াইল
৩১ শিল্পী নিখিল চন্দ্র দাস শিক্ষক, (চারুকলা) সরকারি বালিকা বিদ্যালয়, নড়াইল। নড়াইল
৩২ ড. দেবদত্ত গুপ্ত চিফ কো-অর্ডিনেটর, ললিতকলা একাডেমি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ভারত। ভারত
৩৩ দেবলীনা লাহা ফ্রিল্যান্স আর্টিস্ট, ভারত। ভারত
৩৪ শিল্পী মঈনউদ্দীন মণি ফ্রিল্যান্স আর্টিস্ট, খুলনা। খুলনা
৩৫ শিল্পী নয়ন দে ফ্রিল্যান্স আর্টিস্ট, ঢাকা। ঢাকা
৩৬ শিল্পী অঞ্জন কুমার রায় ফ্রিল্যান্স আর্টিস্ট, রাজশাহী। রাজশাহী

Enter your keyword