আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার ২০১৮ -এর জন্য আবেদন আহ্বান

আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার ২০১৮ -এর জন্য আবেদন আহ্বান

আবেদনের সমসয়সীমা: ২০ ডিসেম্বর, ২০১৮
বেঙ্গল ফাউন্ডেশন শিল্প-সংস্কৃতি পরিচর্যাকারী একটি অলাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমকালীন শিল্পচর্চার বার্তা দেশে-বিদেশে পৌঁছে দিতে বিগত বছরগুলোয় বেঙ্গল ফাউন্ডেশন সংগীত, সাহিত্য, কারুশিল্প, চলচ্চিত্র, স্থাপত্যশিল্প এবং চারুকলা বিষয়ে বহু তাৎপর্যপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে।
বেঙ্গল আর্টস প্রোগ্রাম বেঙ্গল ফাউন্ডেশনের একটি কার্যμম যার আওতায় নিয়মিতভাবে শিল্পবিষয়ক বৃত্তি প্রদান, প্রদর্শনী আয়োজন, কর্মশালা, প্রকাশনা ও গবেষণাকাজ চালানো হয়। শিল্পচর্চায় নতুন মাত্রা সঞ্চারের লক্ষ্যে ১৯৯৮ সাল থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হচ্ছে।
তরুণ ও উদীয়মান শিল্পীদের উৎসাহিত করতে নিয়মিতভাবে বৃত্তি ও পুরস্কার দিয়ে আসছে বেঙ্গল আর্টস প্রোগ্রাম। শিল্পী আমিনুল ইসলামের শিল্প দর্শন থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের সমসাময়িক শিল্পীদের নিরীক্ষামূলক চর্চাকে স্বীকৃতি দিতে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রদান করা হয়।

বিস্তারিত জানতে :    আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার ২০১৮-এর জন্য আবেদন আহ্বান

Enter your keyword